Wednesday, August 10, 2011

ওয়েব ডিজাইন শিখুন নিজে নিজে

ওয়েব ডেভেলপমেন্ট শেখার ইংরেজীতে হাজার হাজার টিউটোরিয়াল সাইট থাকলেও বাংলায় এরুপ পূর্নাঙ্গ সাইটের একটা বড় শূন্যতা ছিল।২৭/৮/১০ তারিখে অবশেষে বহু প্রতিক্ষিত বাংলাদেশের সর্ববৃহৎ এবং পূর্নাঙ্গ ওয়েব ডিজাইন/ডেভেলপমেন্ট শেখার পূর্নাঙ্গ বাংলা সাইটের উদ্বোধন হল ।“এবার ঘরে বসে হোন ডেভেলপার” এই স্লোগান নিয়ে শত শত টিউটোরিয়াল সমৃদ্ধ এই সাইটটি যাত্রা শুরু
করল।এইচটিএমএল,সিএসএস,জাভাস্ক্রিপ্ট,এক্সএমএল,পিএইচপি,পিএইচপি ফ্রেমওয়ার্ক,ডেটাবেস,হোস্টিং,ফটোশপ সহ ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যত ইত্যাদি বিষয়ের বিস্তারিত টিউটোরিয়াল দেয়া হয়েছে সাইটটিতে।এছাড়া সাইটিতে রয়েছে একটি পূর্নাঙ্গ বাংলা ফোরাম।কোন টিউটোরিয়াল পড়ে না বুঝলে এই ফোরামে সমস্যার কথা লিখে তৎক্ষনাৎ সমাধান নিতে পারবে যে কেউ।সাইটটির ঠিকানা http://www.webcoachbd.com

প্রধানমন্ত্রীর(শেখ হাসিনা) প্রতি রিক্সাওয়ালার বিরল ভালবাসা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এক ভ্যানচালকের বিরল ভালবাসার গল্প নিয়ে সাংবাদিক ফারুক মেহেদী নির্মাণ করেছেন প্রামাণ্যচিত্র 'বিরল ভালোবাসা'। এর গবেষণা এবং স্ক্রিপ্ট তার নিজেরই। এতে উঠে এসেছে গফরগাঁওয়ের দরিদ্র ভ্যানচালক হাসমত আলীর ব্যতিক্রমী ভালোবাসার চিত্র।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তার কন্যা শেখ হাসিনার জন্য কিছু করার তাগিদ বোধ করেন অভাবী হাসমত। সেই চেষ্টায় রিক্সা-ভ্যান চালিয়ে একটু একটু করে জমানো টাকায় ২০০৩ সালে গফরগাঁওয়ে এক খণ্ড জমি কেনেন শেখ হাসিনার নামে। ২০০৪ সালে যক্ষ্মায় মারা যান হাসমত আলী। তার মৃত্যুর পর স্ত্রী রমিজা খাতুন ঢাকায় ভিক্ষা করে জীবনধারন করেন আর তার স্বামীর কেনা জমির দলিলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়ার অপেক্ষা করতে থাকেন। পরে ২০১০ সালের জুন মাসে এ ঘটনাটি প্রকাশ হলে প্রধানমন্ত্রী ভিক্ষুক রমিজাকে তার কার্যালয়ে ডেকে নেন। রমিজার চিকিৎসাসহ তার জীবনের যাবতীয় দায়িত্ব নেন প্রধানমন্ত্রী। এরপর জমির ওই দলিলটি তিনি রমিজার নামে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে রমিজার সেই জমিতে বাড়ি বানানো হয়। ভিক্ষুক রমিজাকে হেলিকাপ্টারে করে নিয়ে নিজ হাতে তাকে ওই বাড়িতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের এ বিরল ঘটনাই প্রতীকি হিসেবে তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রে। এতে প্রধানমন্ত্রীর একটি একান্ত সাক্ষাৎকারও স্থান পেয়েছে। বিরল ভালোবাসার এ ঘটনাটি বিশ্লেষণ করেছেন দেশের বিশিষ্টজনরা। আর এ ঐতিহাসিক ঘটনাটির তথ্য উদঘাটনকারী সাংবাদিক হায়দার আলী জানিয়েছেন রোমাঞ্চকর অনুভূতির কথা। এসবের চমৎকার চিত্রায়ণ হয়েছে 'বিরল ভালোবাসা'য়। ৩৫ মিনিট ব্যাপ্তির এ প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে হাসমত আলীকে নিয়ে গীতিকার হাসান মতিউর রহমানের লেখা ও শিল্পী মমতাজের গাওয়া একটি গান। নির্মাতা সাংবাদিক ফারুক মেহেদী জানান, ভোগ-বিলাসী রাজনৈতিক প্রেক্ষাপটে হাসমত আলীর এ নির্লোভ দৃষ্টিভঙ্গী সকলের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরার লক্ষ্যে তিনি এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। ফারুক মেহেদী নির্মিত বাউল শাহ আবদুল করিমের জীবনভিত্তিক প্রামান্য চিত্র 'শিকড়' এবং দৃষ্টি প্রতিবন্ধী এক দম্পতির সংগ্রামী জীবনের ওপর নির্মিত 'চোখ'ও বেশ সাড়া জাগিয়েছে।

Tuesday, August 2, 2011

আয় করুন ঘরে বসে ১০০% আয়ের নিশ্চয়তা


অনলাইনে টাকা আয় নির্ভর করছে সম্পূর্ন আপনার উপরঅর্থাৎ আপনি কিভাবে ব্যাপারটিকে দেখছেনআমাদের যদি কোন প্রডাকশন থাকে অর্থাৎ কোন পণ্য যদি আমরা তৈরী করে থাকি সেই পণ্য ইচ্ছে করলে আমরা বিক্রি করতে পারি আমরা সাধারনত একটি দোকান বা এজেন্সি নেই তাদের মাধ্যমে আমরা পন্য গুলোকে বিক্রি করিঅনলাইনেও ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার পন্য গুলোকে বিক্রি করতে পারবেনকিন্তু বাংলাদেশে ই-কমার্স সিস্টেম চালু না হওয়ার কারনে আমাদেরকে সেই ধারনা থেকে দূরে থাকতে হবেঅর্থাৎ আমরা ইচ্ছে করলেই আমাদের পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারি নাতাহলে যাদের কোন পন্য নেই তারা কিভাবে অনলাইনে আয় করবে? একটা পথ আছে যার মাধ্যমে লোকজন খুব সহজে পুরো বিশ্বে আয় করছেতা হচ্ছে ব্লগিং সিস্টেমআমার এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে ব্লগিং করে কিভাবে আমরা টাকা আয় করতে পারি
এখন দেখব কিভাবে bloging করে টাকা আয় করা যায় :
ব্লগিং করলাম ভাল কথা কিন্তু ব্লগিং করে আমার টাকাটা আয় হবে কিভাবে এমন প্রশ্ন অনেকেরই থাকতে পারেটাকা আয়ের অনেক উপায় আছেইন্টারনেটে অনেকে বিজ্ঞাপন দিয়ে থাকেন ইন্টারন্যাশনাল মার্কেটে যাদের পন্য আছে তারা তাদের পন্যকে বিক্রি করতে বিজ্ঞাপন দিয়ে থাকেনতারা তাদের বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন বা অ্যাড ফার্ম গুলোর সহায়তা নিয়ে থাকেসার্চ ইঞ্জিন Google এ যখন কোন কোম্পানী বিজ্ঞাপন দেয় তখন Google এগুলোকে বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে প্রচার করেআর Google থেকে কোন বিজ্ঞাপন যদি কোন ওয়েব সাইটে দেওয়া হয় তাহলে Google তার বিজ্ঞাপনে ক্লিক প্রতি ০.১৮ ডলার ঐ সাইটের কর্তৃপক্ষকে দিয়ে থাকেআর এভাবে Google কর্তৃক দেওয়া বিজ্ঞাপনে ক্লিক করলেই আপনার আয় হবেকিভাবে গুগুলের বিজ্ঞাপন নিজের ওয়েব সাইটে দিব? নিজের ওয়েব সাইটে বিজ্ঞাপন দেওয়ার জন্য Google adseane থেকে বিজ্ঞাপন নিয়ে আমরা আয় করব? নিচে এ ব্যাপারে বিশদ ভাবে আলোচনা করা হয়েছে

ক্লিভাবে ব্লগিং সাইট খুলব:
Bloging site খুলতে হলে প্রথমে আপনাকে G-mail এ রেজিষ্ট্রেশন করতে হবেG-mail রেজিষ্ট্রেশন করতে হলে প্রথমে আপনাকে gmail.com এ যেতে হবে তারপর sing up for Gmail এ ক্লিক করতে হবেG-mail এর একটা রেজিষ্ট্রশন ফর্ম আসবে তা আপনাকে পূরন করতে হবেG-mail এ রেজিষ্ট্রশন হয়ে গেলে আপনি www.blogger.com ওয়েব সাইটিকে খুলবেনযা আপনাকে প্রথমে মনে রাখতে হবে তা হল প্রথমে আপনাকে subject চয়েজ করতে হবে কোন বিষয়ের উপর আপনি আপনার ওয়েব সাইট খুলবেনএখন আমরা জানব কিভাবে blogger এ সাইট তৈরী করা যায় আপনি blogger সাইটি থেকে Crate your blog now এ ক্লিক করেনতারপর sing ug for blogger নামে একটি রেজিষ্টেশন ফর্ম ওপেন হবেতা পূরন করে Continue তে ক্লিক করতে হবেName your blog নামে আরেকটি রেজিষ্ট্রেশন ফর্ম আসবে তা পূরন করে Continue তে ক্লিক করতে হবেতারপর একটি template সিলেক্ট করব এবং Continue তে ক্লিক করব তারপর আমারা start blogging এ ক্লিক করব এখন হয়ে গেল আপনার blogging site . আপনার ব্লগিং সাইটি হয়েছে কিনা দেখার জন্য www. আপনার ওয়েব সাইটের ঠিকানা. blogspot.com এ যান

কিভাবে blog post করব :
যদি আপনার ব্লগ সাইটি সাইন আপ না থাকে তাহলে www.blogger.com এর Sing in এর ঘরে আপনার ই-মেইল এড্রেস ও পাসওয়াড দিয়ে Sing in এ ক্লিক করুনতারপর Posting এ ক্লিক করতে হবেতাহলে নিচের চিত্রের মত একটি বক্স আসবে ঐ বক্সে Title অথ্যা শিরোনাম এর ঘরে আপনি যে সম্পর্কে লিখবেন তা লিখতে হবেতারপর নিচের বক্সে আপনার blog পোষ্ট করতে হবে এবং publish post এ ক্লিক করতে হবেএভাবে যত খুশি তত ব্লগ আপনি পোষ্ট করতে পারবেন

কিভাবে Traffic সেট করব :
আপনার ওয়েব সাইটে প্রতিদিন কতজন আসল কতজন আপনার অ্যাড এ ক্লিক করল তা জানার জন্য আপনাকে Traffic সেট করতে হবেTraffic সেট করতে আপনাকে কোন html code জানতে হবে নাকিংবা কোন প্রতিষ্ঠানকে মোটা অংকের অর্থ দিতে হবে না plugin.ws এ যান এবং রেজিষ্ট্রেশন করুনরেজিষ্ট্রেশন সম্পন্ন হলে Counter Management নামে একটি বক্স আসবে ঐ বক্সটির নিচে HTML CODE নামে একটি বক্স দেখবেন ঐ বক্সে ক্লিক করুন তারপর আপনি ২টি বক্স দেখতে পারবেন আপনি নিচের বক্সের HTML CODE টি কে কপি করুন তারপর আপনি আপনার ব্লগার সাইটে সাইন ইন করুনতারপর Layout এ ক্লিক করুনLayout এ ক্লিক করার পর নিচের চিত্রের মত দেখতে পাবেন

খানে Add a page Element এ ক্লিক করুনতারপর একটি বক্স আসবে ঐ বক্সে HTML/JaveScript এ ক্লিক করতে হবেতারপর কনফিক HTML/JaveScript নামে একটি বক্স আসবেঐ বক্সের Title এ লিখবেন Traffic এবং নিচের বক্সে plugin.ws থেকে পাওয়া HTML CODE কোড Paste করতে হবেব্যাস হয়ে সেট হয়ে গেল আপনার ট্রাফিক

কিভাবে Google এর অ্যাড দিব :
এখন আসি আমাদের মূল বিষয় earning এতক্ষন আমরা ব্লগ তৈরী করা শিখলামএখন আমরা শিখব কিভাবে ব্লগে google এর অ্যাড দিয়ে earn করা যায়আপনি google এর অ্যাড দিতে হলে প্রথমে আপনাকে www.google.com/adsense এ রেজিষ্ট্রেশন করতে হবেরেজিষ্ট্রেশন করার পর আপনার একাউন্ট ভ্যারিকেশন করার জন্য এরা ১/২দিন সময় চাইবেতারপর আপনার একাউন্টে এরা মেইল করে জানিয়ে দেবে আপনার একাউন্ট হয়েছে কিনাযদি আপনার একাউন্ট তৈরী করা হয়ে যায় তারপর adSense setup এ ক্লিক করতে হবে

তারপর ঐ খান থেকে Ad type add unit Link unit দেখতে পাবেন ঐ খান থেকে আপনি যে প্যাটেনের অ্যাড দিতে চান তাতে সিলেক্ট করুন নিচের চিত্রের মত :

আপনি চাইলে আপনার অ্যাড এর সাইজ আপনি Ad Layout থেকে চয়েজ করতে পারেন নিচের চিত্রের মত :

তারপর upload code এ ক্লিক করুন বিভিন্ন অ্যাড এর প্রাপ্ত HTML CODE টি কে কপি করুন

তারপর আপনি আপনার ব্লগার সাইটে সাইন ইন করুনতারপর Layout এ ক্লিক করুন ঐ খানে Add a page Element এ ক্লিক করুনতারপর একটি বক্স আসবে ঐ বক্সে HTML/JaveScript এ ক্লিক করতে হবেতারপর কনফিক HTML/JaveScript নামে একটি বক্স আসবেঐ বক্সের Title এ যে কোন একটি নাম লেখবেন এবং নিচের বক্সে adSense থেকে পাওয়া HTML CODE কোড Paste করতে হবেতারপর save করতে হবে আপনি এই একই নিয়মে adsence থেকে google search বক্স ও যোগ করতে পারবেন কেউ যদি আপনার সাইটে ঢুকে ঐ সার্চ বক্স দিয়ে সাচ করে তাহলে ও গুগুল আপনাকে ডলার পেইড করবেআপনার ওয়েব সাইটে গিয়ে আপনি দেখবেন গুগুল কর্তৃক আপনার সাইটে অ্যাড দেওয়া হয়েছে কিনাযদি হয়ে থাকে তাহলে আপনি অ্যাড এ ক্লিক করতে আরম্ভ করেন আর শুরু হয়ে গেল আপনার earning আপনার দৈনিক earn দেখতে www.google.com/adsense এ সাইন ইন করুন আপনার একাউন্ট

কিভাবে গুগুল টাকা পেইড করে :
মনে রাখা দরকার আপনি ১০০ ডলারে কম টাকা গুগুল থেকে উত্তোলন করতে পারবেন না ১০০ ডলার আপনার একাউন্টে জমা হলে আপনি গুগুল কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করলে গুগুল কতৃপক্ষ আপনার টাকা ওয়েস্টান মানি টান্সফার এর মাধ্যমে অথবা আপনার একাউন্ট নাম্বার দিলে আপনার একাউন্টে প্রেরন করে দেবে